কমপক্ষে ১৩টাকায় ডিম বিক্রি না হলে লোকসানে পড়বে খামারি: বিপিএ

১৬৭ টাকা উৎপাদন খরচের সাথে তুলনা করে প্রতি কেজি ব্রয়লার মুরগির যৌক্তিক দাম ২৩০ টাকা হওয়া উচিত বলেও জানান বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের নেতারা।