টেসলার শেয়ার পতনের জন্য 'বামপন্থীদের' দুষলেন ট্রাম্প, সমর্থন জানাতে নিজেও কিনলেন গাড়ি
সাউথ লনের গাড়ির সারিতে যখন সাধারণত কালো এসইউভিগুলো দেখা যায়, সেখানে এদিন ট্রাম্পের জন্য অপেক্ষা করছিল পাঁচটি টেসলা। এর মধ্য থেকে একটি লাল মডেল এস গাড়ির সামনের আসনে বসে তিনি বলেন, ‘অসাধারণ!'।