‘চোখের পলকে সব ঘটে গেল’: চলন্ত গাড়ি থেকে ছিনতাইয়ের শিকার প্রাণে বেঁচে যাওয়া সেই নারী

ফারহানা বলেন, “সেই মুহূর্তে মনে হয়েছিল আমি হয়ত মরে যাবো। কিন্তু আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে গেছি।”