‘ঝাড়ি কম দিস ভাই, আমি তো বয়সে তোর বড়’

সবচেয়ে কম কথা বলার মানুষ ছিলেন মুমিনুল হক। কিন্তু টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর বদলে গেছেন তিনি। এখন বকাঝকাও করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। যা থেকে ছাড় পান না সিনিয়র ক্রিকেটাররাও।