পায়ের জুতোটাও এবার পরিষ্কার করুন! বিশেষজ্ঞরা জানাচ্ছেন সহজ উপায়

গবেষণায় দেখা গেছে, একজোড়া জুতোর বাইরের অংশে প্রায় ৪ লক্ষ ২১ হাজার জীবাণু থাকতে পারে, আর ভেতরের অংশে থাকে প্রায় ৩ হাজার। সুখবর হলো, জুতো নিয়ম মেনে পরিষ্কার করলে এই জীবাণুর ৯০-৯৯ শতাংশই দূর করা সম্ভব।