বিরোধের জেরে শরীয়তপুরে যুবকের চোখ উপড়ে, রগ কেটে জখম; আটক ২

পুলিশের সূত্র জানায়, অটো (ইজিবাইক) নিয়ে জাজিরা থেকে নাওডোবা যাচ্ছিলেন রমজান। পথে ৪-৫ জনের সংঘবদ্ধ চক্র তার গতিরোধ করে। পরে জোরপূর্বক তাকে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে চোখ উপড়ে ফেলে এবং পায়ের রগ কেটে দেয়।