মৎস্য খাতের কম করহার সুবিধার অপব্যবহার, এনবিআরের নজরদারি
চলতি সপ্তাহে একটি বড় শিল্পগ্রুপের চার শীর্ষ কর্মকর্তার ব্যাংক হিসাবের খোঁজ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এক সিনিয়র কর গোয়েন্দা কর্মকর্তা জানান, মৎস্য খাত থেকে আয় দেখিয়ে প্রায় ১৪০ কোটি টাকার...