ওয়াসার পানি সংকটে বিপর্যস্ত রাজধানীর ইব্রাহিমপুর, এলাকা ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা
শুধু কামাল খান রোডেই—যেখানে ৫০টির বেশি আবাসিক ভবন রয়েছে—গত দুই মাসে অন্তত ১৫টি পরিবার পানি সংকটের কারণে এলাকা ছেড়ে চলে গেছে। এই এলাকার অর্ধেকেরও বেশি ভবনে এখন ঝুলছে ‘টু-লেট’ সাইন।