আমার কাছেই কিছু বাচ্চা খেলছিল, ওদের একজন সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গেছে: আহত প্রত্যক্ষদর্শী

ফাতেমা নামের আহত এক অভিভাবক বলেন, ‘আমার কাছেই কিছু বাচ্চা খেলছিল। ওদের একজন সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গেছে। আরও চারজন ছিল দোলনায়, সেদিকে তাকিয়ে দেখি কিচ্ছু বাকি নেই, পুরো জায়গাটায় তখন আগুন জ্বলছে।’