ভারতে ‘অবৈধ অভিবাসী’ অভিযান: বস্তি থেকে অট্টালিকা, সর্বত্রই দুশ্চিন্তার ঢেউ
এই অভিযানের প্রভাব পড়েছে শহরের অন্য প্রান্তেও। শ্রমিকরা পালিয়ে যাওয়ায় আবর্জনা ফেলার বিন এবং ডাম্পইয়ার্ডগুলো উপচে পড়ছে, ময়লা ছড়িয়ে পড়েছে রাস্তায়। এতে দুর্ভোগে পড়েছেন অভিজাত এলাকার বাসিন্দারা।