ক্যামেরার মতো ‘অটোফোকাস’, চোখের ইশারায় বদলাবে লেন্স; বাজারে আসছে নতুন প্রযুক্তির ‘স্মার্ট চশমা’

ফিনল্যান্ডের চশমা নির্মাতা প্রতিষ্ঠান আইএক্সআই এই ‘স্মার্ট চশমা’ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। মূলত যারা দূরের এবং কাছের—উভয় জিনিস দেখতে সমস্যায় ভোগেন, তাদের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে।