আইপিএলে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা বিজেপি নেতার
আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খানের তীব্র সমালোচনা করেছেন ভারতের উত্তর প্রদেশের বিজেপি নেতা সংগীত সোম। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি শাহরুখকে 'গাদ্দার' বা 'দেশদ্রোহী' বলে আখ্যা দেন।
উত্তর প্রদেশ বিধানসভার সাবেক সদস্য সংগীত সোম মীরাটে এক জনসভায় বলেন, 'একদিকে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অন্যদিকে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার কেনা হচ্ছে। শাহরুখ খান ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কিনেছেন। এ ধরনের গাদ্দারদের এই দেশে থাকার কোনো অধিকার নেই।'
শাহরুখের সমালোচনা করে এই বিজেপি নেতা আরও বলেন, 'এ দেশের মানুষই আপনাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। আপনি এ দেশ থেকেই টাকা উপার্জন করছেন, অথচ দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছেন।'
সংগীত সোম হুমকি দিয়ে বলেন, আগামী মার্চে আইপিএল শুরু হলে মোস্তাফিজের মতো ক্রিকেটাররা ভারতের বিমানবন্দরে নামতে পারবেন না।
গত ১৬ ডিসেম্বর আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় শাহরুখের কেকেআর।
একই ইস্যুতে শাহরুখ খানের সমালোচনা করেছেন গুরু দেবকীনন্দন ঠাকুরও। তিনি কেকেআর ম্যানেজমেন্টকে মোস্তাফিজকে দলে না খেলানোর আহ্বান জানান। তিনি বলেন, 'সনাতন ধর্মাবলম্বীরাই শাহরুখকে তারকা বানিয়েছেন। অথচ বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়টি বিবেচনা না করেই তিনি বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছেন।'
সংগীত সোমের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তর প্রদেশ বিধানসভার বিরোধীদলীয় নেতা মাতা প্রসাদ পান্ডে। বিজেপির সমালোচনা করেছেন কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুতও। তিনি বিজেপিকেই উল্টো 'দেশদ্রোহী' দল হিসেবে অভিহিত করে বলেন, 'শাহরুখ খান মুসলিম বলেই তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।'
এমনকি বিজেপির মিত্র ও উত্তর প্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভরও সংগীত সোমের সমালোচনা করেছেন। তার মতে, আলোচনায় থাকতেই সংগীত সোম নিয়মিত এ ধরনের বিতর্কিত মন্তব্য করে থাকেন।
