Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 20, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 20, 2025
হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত, পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান

খেলা

টিবিএস ডেস্ক
18 October, 2025, 12:25 pm
Last modified: 18 October, 2025, 12:37 pm

Related News

  • আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় নিহত ৪৬: আফগান তালেবান মুখপাত্র
  • আরেকটি আফগান রূপকথা, বিশ্ব চ্যাম্পিয়নদের পর এবার কুপোকাত পাকিস্তান
  • ইফতিখারের শেষ দিকের ঝড়ে পাকিস্তানের লড়াকু পুঁজি
  • নিউজিল্যান্ড-পাকিস্তানকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ
  • নিরাপত্তা ইস্যুতে প্রতিবেশী আফগানিস্তানকে নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান

হামলায় তিন আফগান ক্রিকেটার নিহত, পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান

টিবিএস ডেস্ক
18 October, 2025, 12:25 pm
Last modified: 18 October, 2025, 12:37 pm

ছবি: এসিবি

আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উরগুন জেলায় সীমান্তে এক বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আফগানিস্তানের সংবাদমাধ্যম তোলো নিউজের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটারসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। তালেবান কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বোমা বর্ষণ করেছে।

পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এই টি-টোয়েন্টি সিরিজটি আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজটি ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে এসিবি বলে, 'এই হৃদয়বিদারক ঘটনায় উরগুন জেলার তিন ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ, হারুনসহসহ আরও পাঁচজন আফগান নাগরিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন সাতজন। তারা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলা শেষে বাড়ি ফেরার পর এক সমাবেশে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।'

Statement of Condolence

The Afghanistan Cricket Board expresses its deepest sorrow and grief over the tragic martyrdom of the brave cricketers from Urgun District in Paktika Province, who were targeted this evening in a cowardly attack carried out by the Pakistani regime.

In… pic.twitter.com/YkenImtuVR— Afghanistan Cricket Board (@ACBofficials) October 17, 2025

এসিবির বিবৃতিতে বলা হয়, 'আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যারা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।'

বিবৃতিতে আরও বলা হয়, 'এটিকে আমরা একটি মর্মান্তিক ঘটনা হিসেবে দেখছি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।'

এটি হতে যাচ্ছিল চলতি বছরে আফগানিস্তান ও পাকিস্তান অংশগ্রহণে দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ। এর আগে আগস্টে এশিয়া কাপের আগে দুটি দল মুখোমুখি হয়েছিল। তবে পাকিস্তানের মাটিতে এটি হতে যাচ্ছিল আফগানিস্তানের প্রথম ত্রিদেশীয় সিরিজ।

হামলার নিন্দা জানিয়ে আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) ত্রিদেশীয় সিরিজ থেকে প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান। 

এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, 'পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় নিরীহ নাগরিকদের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। নারী, শিশু ও সেই তরুণ ক্রিকেটারদের প্রাণহানি, যারা বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিল, তা এক মর্মান্তিক ঘটনা।'

রশিদ খান আরও বলেন, 'মূল্যবান নিরীহ প্রাণহানির আলোকে, আফগান ক্রিকেট বোর্ডের পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এই কঠিন সময়ে আমি আমাদের জনগণের পাশে আছি; জাতীয় মর্যাদা সবকিছুর উপরে থাকতে হবে।'

I am deeply saddened by the loss of civilian lives in the recent Pakistani aerial strikes on Afghanistan. A tragedy that claimed the lives of women, children, and aspiring young cricketers who dreamed of representing their nation on the world stage.

It is absolutely immoral and…

— Rashid Khan (@rashidkhan_19) October 17, 2025

শোক জানিয়ে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ফেসবুকে লিখেছেন, 'উরগুন জেলার সেই সাহসী ক্রিকেটারদের মৃত্যুর খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার শিকার হওয়া এই ঘটনাটি শুধু পাকতিকার নয়, বরং পুরো আফগান ক্রিকেট পরিবার ও জাতির জন্য এক বিশাল বেদনা। এই নিরীহ খেলোয়াড়দের পরিবার, বন্ধু ও পাকতিকার জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।'

আফগানিস্তান এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৩ সালের এশিয়া কাপ ও চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিল, যদিও সেসব টুর্নামেন্টে তারা স্বাগতিক দলের বিপক্ষে খেলেনি।

সিরিজে আফগানিস্তান ও পাকিস্তানকে দুইবার মুখোমুখি হওয়ার কথা ছিল—১৭ নভেম্বর উদ্বোধনী ম্যাচে এবং ২৩ নভেম্বর পুনরায়। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে সিরিজটি আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছিল।

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এর আগে সীমান্তে কয়েক দিনের সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে শুক্রবারের হামলার পর আফগান কর্মকর্তারা অভিযোগ করেন, পাকিস্তান স্পষ্টভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।

এক জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, 'পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বোমা বর্ষণ করেছে। আফগানিস্তান প্রতিশোধ নেবে।'

গত সপ্তাহে কাবুলের আবদুল হক স্কয়ারে এক বিস্ফোরণের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। ওই সময় ভারতের সফরে ছিলেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক / পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেট ম্যাচ / ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। ছবি: সংগৃহীত
    মার্জ হওয়া ৫ ব্যাংকের অবস্থা ২০১৭ সালের আগে এতটা খারাপ ছিল না: ডেপুটি গভর্নর
  • ছবি: সংগৃহীত
    ‘এমসি কলেজ থেকে মেট্রিক পাস’ বলে ভাইরাল হওয়া কে এই ‘জুলাই যোদ্ধা’?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, টহল ও গ্রেপ্তার বাড়ানোর নির্দেশ পুলিশের
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন।  ছবি: রাজীব ধর/ টিবিএস
    বিমানবন্দরের আগুন কেন দ্রুত ছড়াল, কার্গো ভিলেজে কী থাকে?
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    বিমানবন্দরের আগুনে ১ বিলিয়ন ডলারের আমদানি-রপ্তানিতে প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের
  • বোল্ট ও নাট তৈরির কারখানা স্থাপন করবে বিএসআরএম
    বোল্ট ও নাট তৈরির কারখানা স্থাপন করবে বিএসআরএম

Related News

  • আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় নিহত ৪৬: আফগান তালেবান মুখপাত্র
  • আরেকটি আফগান রূপকথা, বিশ্ব চ্যাম্পিয়নদের পর এবার কুপোকাত পাকিস্তান
  • ইফতিখারের শেষ দিকের ঝড়ে পাকিস্তানের লড়াকু পুঁজি
  • নিউজিল্যান্ড-পাকিস্তানকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ
  • নিরাপত্তা ইস্যুতে প্রতিবেশী আফগানিস্তানকে নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্জ হওয়া ৫ ব্যাংকের অবস্থা ২০১৭ সালের আগে এতটা খারাপ ছিল না: ডেপুটি গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এমসি কলেজ থেকে মেট্রিক পাস’ বলে ভাইরাল হওয়া কে এই ‘জুলাই যোদ্ধা’?

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, টহল ও গ্রেপ্তার বাড়ানোর নির্দেশ পুলিশের

4
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন।  ছবি: রাজীব ধর/ টিবিএস
বাংলাদেশ

বিমানবন্দরের আগুন কেন দ্রুত ছড়াল, কার্গো ভিলেজে কী থাকে?

5
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

বিমানবন্দরের আগুনে ১ বিলিয়ন ডলারের আমদানি-রপ্তানিতে প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের

6
বোল্ট ও নাট তৈরির কারখানা স্থাপন করবে বিএসআরএম
অর্থনীতি

বোল্ট ও নাট তৈরির কারখানা স্থাপন করবে বিএসআরএম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net