বেগম জিয়া ও তারেক রহমান কি খুব শিগগির ফিরছেন?
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানেই লন্ডন ক্লিনিক ও বড় ছেলে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। একইসঙ্গে তারেক রহমানেরও দেশে ফেরার কথা শোনা যাচ্ছে। ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া? তারেক রহমানই বা ফিরছেন কবে? মায়ের সঙ্গেই কি দীর্ঘ সময় পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড আব্দুস সালাম আজাদ। আপনাকে স্বাগতম।