ভারতে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু

ভারতের কর্নাটকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজ্যটির কালবুর্গি জেলায় নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিনেই সৌদি আরব থেকে ভারতে ফিরেন ৭৬ বছর বয়স্ক ওই বৃদ্ধ। সেই সময় তার ডাক্তারি পরীক্ষা করা হলেও করোনার উপসর্গ ধরা পড়েনি। গত ৫ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় জানা যায়, তিনি করোনায় আক্রান্ত।
নার্সিংহোম থেকে ওই বৃদ্ধকে হায়দ্রাবাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তবে সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে চলে যান স্বজনরা। বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয়।
দেশটিতে করোনা আক্রান্তে প্রথম মৃত্যুর পরই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে কর্নাটকজুড়ে। আগামীকাল থেকে বেঙ্গালুরুর সমস্ত স্কুল বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সিবিএসই, আইসিএসই-সহ সব বোর্ডের স্কুলেই ১৩ মার্চ থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে।
ভারতে ইতোমধ্যে ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার জন।