ফেসবুক লাইভে এসে আত্মহত্যা চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের

রাজধানীর ধানমন্ডিতে আবু মহসিন খান নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। তিনি চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রিয়াজ ও ধানমন্ডি থানার পুলিশ।
ধানমন্ডি থানার সাব-ইন্সপেক্টর শওকত টিবিএসকে বলেন, ওসিসহ দুটি টিম ঘটনাস্থলে আছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি চিত্রনায়ক রিয়াজের শশুর আত্মহত্যা করেছেন।
পুলিশের সূত্র জানিয়েছে, ধানমণ্ডি এলাকার ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে মহসিন একাই থাকতেন। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত রাত সোয়া নয়টার দিকে পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।
লাইভে এসে আবু মহসিন বলেন, 'আমার বয়স ৫৮ বছর। আমি বাসায় একা থাকি। আমার একমাত্র ছেলে অস্ট্রেলিয়া থাকে। আমার খালা মারা গেছে। ছেলেমেয়ে, স্ত্রী যার জন্য যাই করি- আসলে কেউ কারও নয়।'
পরে তিনি নিজের মাথায় গুলি করেন।
নায়ক রিয়াজের বরাতে যমুনা টেলিভিশন জানিয়েছে, রিয়াজ ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি ঘটনার বিস্তারিত এখনো জানেন না।