সাকিব-মুস্তাফিজের কয় দিনের কোয়ারেন্টিন, জানতে চেয়েছে বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ। সফর শেষে কাল (৪ মে) দেশে ফিরবে বাংলাদেশ। দলের সঙ্গে বাংলাদেশে আসছেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। শ্রীলঙ্কা থেকেই দক্ষিণ আফ্রিকা যাবেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশে আসবেন ডমিঙ্গো।
এই সিরিজে অংশ নিতে আগামী ১৯ মে দেশে ফেরার কথা আইপিএল খেলতে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজর রহমানের। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ আসা সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
এমন অবস্থায় দেশে ফিরে সাকিব, মুস্তাফিজ ও ডমিঙ্গোকেও ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশায় পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১২ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা দলের। দেশে ফিরে এই সিরিজের প্রস্তুতি জন্য অনুশীলনে যোগ দেবেন সাকিব-মুস্তাফিজ।
কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থাকলে দেশে ফিরেই অনুশীলনে যোগ দিতে পারবেন না বাংলাদেশের এই দুই ক্রিকেটার। ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হলে কেবল অনুশীলনই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও তাদের খেলা হবে না। কোচকে নিয়েও বাধবে বিপত্তি। তাই এ ব্যাপারে কী করণীয়, সেটা জানতে সরকারের নির্দেশনা চেয়েছে বিসিবি।
বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। সোমবার তিনি বলেন, 'নির্দেশনা অনুযায়ী তাদেরও ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে কি না অথবা তিন দিনের কোয়ারেন্টিন করলে চলবে কিনা; এ ব্যাপারে আমরা সরকারের নির্দেশনা চেয়েছি।'
'আইপিএলে সাকিব, মুস্তাফিজ জৈব সুরক্ষা বলেয়ে আছে। একইভাবে জাতীয় দলের সঙ্গে ডমিঙ্গো আছেন। তাই তাদের ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক হবে কিনা, সেটা আমরা জানতে চেয়েছি। সরকারের নির্দেশনা পেলে আমরা সেভাবে কাজ করব।'
কেবল কোয়ারেন্টিনই নয়, আছে ভ্রমণ জটিলতাও। কারণ ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। আগামী কয়েকদিনের মধ্যে বিমান চলাচল শুরু না হলে সাকিব ও মুস্তাফিজকে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরতে হবে পারে।
আরও কয়েকটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। শ্রীলঙ্কা ফেরত বাংলাদেশ দলের ক্ষেত্রেও কোয়ারেন্টিন প্রযোজ্য হতে পারে। ওয়ানডে সিরিজ খেলতে আসা শ্রীলঙ্কা দলের কোয়ারেন্টিনের নিয়ম ও সময়সীমা, সম্প্রচারের কাজে নিয়োজিতদের ক্ষেত্রে কী বিধি নিষেধ হবে, এ সম্পর্কেও সরকারের নির্দেশনা জানতে চেয়েছে বিসিবি।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, '৭ দিনের কোয়ারেন্টিনের একটা নিয়ম করা আছে আমাদের। তিন দিন রুম কোয়ারেন্টিন ও চার দিন ছোট ছোট ভাগে ভাগ হয়ে কোয়ারেন্টিন করতে হবে। শ্রীলঙ্কা সিরিজের সময় যারা বাইরে থেকে আসবেন, তাদের এভাবে কোয়ারেন্টিন করলে চলবে কি না, আমরা জানতে চেয়েছি।'
বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের সূচি এখনও ঘোষণা করা হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে আগামী ২৩ মে শুরু হবে তিন ম্যাচের সিরিজটি। সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।