২৮ হাজার কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের বিরুদ্ধে ৪ মামলার অনুমোদন দুদকের
শেয়ারবাজার কারসাজি, ব্যাংক ঋণ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের তথ্য অনুযায়ী, এই চারটি মামলায় মোট ৩৩ কোটি ৬২ লাখ মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৫৭৯ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক নিয়মিত সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদকের পক্ষ থেকে বলা হয়, সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজারের প্লেসমেন্ট শেয়ারে অনিয়ম, ব্যাংক ঋণ আত্মসাৎ এবং অবৈধভাবে অর্থ বিদেশে পাঠানোর মতো অভিযোগের ভিত্তিতে এই মামলা গুলো দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
