বিএনপি নেতা রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে (প্রশাসন) সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়, 'প্রশাসনিক কারণে' সার্জেন্ট আরিফুলকে তার বর্তমান কর্মস্থল থেকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হলো।
এর আগে শুক্রবার সকালে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি যখন গাড়িতে উঠছিলেন, তখন মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট আরিফুল ইসলাম তার পা ছুঁয়ে সালাম করেন।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
