বাইডেনের বদলে হ্যারিসকে আনা ‘ভুল ছিল’, বললেন জর্জ ক্লুনি
হলিউড তারকা জর্জ ক্লুনি বলেছেন, গত নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়তে জো বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিসকে ডেমোক্রেটিক প্রার্থী করা একটি 'ভুল' ছিল।
তবে এই অভিনেতা আরও যোগ করেন যে, গত জুলাই মাসে নিউ ইয়র্ক টাইমসে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে যে মতামত-নিবন্ধটি তিনি লিখেছিলেন, তার জন্য তার কোনো অনুশোচনা নেই।
'আমি জো বাইডেনকে ভালোবাসি, কিন্তু আমাদের একজন নতুন প্রার্থী প্রয়োজন' শিরোনামের সেই লেখায় ক্লুনি লিখেছিলেন, বয়োবৃদ্ধ এই প্রেসিডেন্ট তার কর্মজীবনে অনেক যুদ্ধ জিতেছেন, 'কিন্তু সময়ের বিরুদ্ধে লড়াইয়ে তিনি জিততে পারবেন না'।
প্রাক্তন প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেন তার বাবার মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন তোলায় ক্লুনির ওপর ক্ষোভ প্রকাশ করার পরেই এই মন্তব্য এলো। ক্লুনির সেই নিবন্ধ প্রকাশের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাইডেন ঘোষণা দেন যে তিনি হ্যারিসের জন্য পথ ছেড়ে দেবেন।
সিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, তিনি সুযোগ পেলে আবারও লিখতেন। তিনি আরও বলেন: "আমাদের একটা সুযোগ ছিল।"
তিনি বলেন, "আমি চেয়েছিলাম, যেমনটা আমি আমার লেখায় উল্লেখ করেছিলাম, একটি প্রাথমিক নির্বাচন হোক। চলুন দ্রুত যোগ্যতা যাচাই করে নেওয়া যাক এবং এগিয়ে যাওয়া যাক।"
কিন্তু কোনো ডেমোক্রেটিক প্রাথমিক হয়নি এবং বাইডেনের ভাইস-প্রেসিডেন্ট মনোনয়ন পেয়ে ট্রাম্পের কাছে হেরে যান।
ক্লুনি বলেন, "আমার মনে হয় কমলাকে প্রার্থী করার ভুলটা ছিল এই যে, তাকে তার নিজের রেকর্ডের বিরুদ্ধেই লড়তে হয়েছে। তিনি যেন এটা বলতে চান যে 'আমি সেই আগের মানুষ নই', ফলে এমনটা করা ছিল খুব কঠিন। তাই তাকে একটি অত্যন্ত কঠিন কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল।"
"সত্যি বলতে, আমি মনে করি এটি একটি ভুল ছিল।"
সেই নিবন্ধে, এই অভিনেতা এবং ডেমোক্রেটিক দলের একজন প্রভাবশালী তহবিল সংগ্রহকারী লিখেছিলেন যে 'এটা বলাটা অত্যন্ত বেদনাদায়ক', কিন্তু তিন সপ্তাহ আগে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে তিনি যে জো বাইডেনের সাথে দেখা করেছিলেন, তিনি ২০১০ সালের বাইডেন ছিলেন না। তিনি আরও যোগ করেন, "এমনকি তিনি ২০২০ সালের জো বাইডেনও ছিলেন না।"
কয়েক সপ্তাহ আগে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের বিপর্যয়কর টিভি বিতর্কের কথা উল্লেখ করে ক্লুনি বলেন, "তিনি বর্তমানে সেই একই মানুষ যাকে আমরা সবাই বিতর্কে দেখেছিলাম।" এই বিতর্কটি ৮১ বছর বয়সী বাইডেনের মানসিক স্থিতি এবং অফিসের জন্য যোগ্যতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছিল।
ইউটিউব চ্যানেল 'চ্যানেল ৫'-কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে হান্টার বাইডেন অভিযোগ করেন যে, ক্লুনি তার বাবার দুর্বলতাকে বাড়িয়ে বলেছেন।
ক্লুনি কেন এই দৌড়ে হস্তক্ষেপ করেছিলেন জানতে চাইলে, হান্টার বাইডেন এই অভিনেতাকে উদ্দেশ্য করে একের পর এক কটূক্তি করেন।
ক্লুনিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "এসব ব্যাপারে... আপনার কেন যায় আসে? কেন আমাকে... আপনার কথা শুনতে হবে?"
গত মাসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে, হ্যারিস বলেন যে তিনি আবারও হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যুক্তরাজ্যে তার প্রথম সাক্ষাৎকারে হ্যারিস বলেন, তিনি 'সম্ভবত' একদিন প্রেসিডেন্ট হবেন এবং ভবিষ্যতে হোয়াইট হাউসে একজন নারী আসবেন বলে তিনি আত্মবিশ্বাসী।
