বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান, ঘুষ নেওয়ার অভিযোগে রাজস্ব কর্মকর্তা ও তার সহযোগী গ্রেপ্তার

বেনাপোল কাস্টম হাউসে ঘুষ অভিযোগে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আজ মঙ্গলবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, শামীমা আক্তার তার ক্ষমতার অপব্যবহার করে আমদানি পণ্যের শুল্কায়ন প্রক্রিয়ায় সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছ থেকে নিয়মিত ঘুষ নিতেন। এ কাজে তাকে সহায়তা করতেন স্থানীয় এনজিও কর্মী হাসিবুর রহমান।
গত ৬ অক্টোবর ছদ্মবেশে বেনাপোল কাস্টম হাউসের আশপাশে অভিযান চালায় দুদকের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের গেটের কাছ থেকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিবুর রহমানকে আটক করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
জিজ্ঞাসাবাদে শামীমা আক্তার স্বীকার করেন, হাসিবুর রহমানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে এবং তিনি তাকে টাকা অফিসে আনার নির্দেশ দিয়েছিলেন।
দুদক বলেছে, আসামিদের কাছে মামলার গুরুত্বপূর্ণ আলামত ও তথ্য রয়েছে। তদন্তের স্বার্থে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে।