রাজশাহীতে বাড়তি বেতন দেবেন না মালিকরা; বন্ধ ঢাকাগামী বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকায় চলাচলকারী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক ১২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়।
সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিকপক্ষ ও মালিকপক্ষ বৈঠক করেন। সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি টিপে একজন চালক ১৭৫০, সুপারভাইজার ৭৫০ টাকা ও সহকারী ৭০০ টাকা পাবেন। আজ শুক্রবার থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল।
তবে তার আগেই বৃহস্পতিবার রাতে, বেশি টাকা বেতন দিবেন না জানিয়ে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়।
রাতে বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীর। তাদের ভাষ্য, পুজার আগে দুদিনের ছুটিতে এমনিতেই বাস-ট্রেনে ভিড়। কোনোরকম ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েছেন তারা।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাস্তবায়নের আগে, কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ করা ন্যক্কারজনক ঘটনা। এতে যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছে তা বলার মতো না।
তবে এনিয়ে মালিকপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।
অবশ্য একতা ট্রান্সপোর্টেসহ লোকাল বাস রাজশাহী ঢাকা রুটে স্বাভাবিক চলাচল করছে। বন্ধ রয়েছে ঢাকাগামী কোচ ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ, শ্যামলী ও গ্রামীণ ট্রাভেলসের বাস চলাচল।