বিএসসি প্রকৌশলীদের ৩ দাবির প্রতিবাদে গাজীপুর-সিলেটে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কারিগরি শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে ঢাকা থেকে জয়দেবপুর ও শিমুলতলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে আরও অংশ নেন গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকার চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী, এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউট, রয়েল পলিটেকনিক ইনস্টিটিউট, ভাওয়াল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সকালে জয়দেবপুর-শিমুলতলী সড়কের ডুয়েট গেটের পাশে এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তারা জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে ভুরুলিয়া রেলগেট, শিববাড়ি মোড় হয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নেন।
এ কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ ও জয়দেবপুর-শিববাড়ি সড়কের যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীরা বলেন, 'কারিগরি শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র এবং অযৌক্তিক দাবির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।'
তাদের অভিযোগ, দেশের প্রায় ৪০ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও চার লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক।
ডিপ্লোমা প্রকৌশলীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'পদমর্যাদা রক্ষা ও দাবি আদায়ে সরকারের সুস্পষ্ট উদ্যোগ না থাকলে আগামীতে দেশব্যাপী কর্মসূচি দেওয়া হবে। যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।'
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান জানান, দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ি পর্যন্ত সড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এর আগে, গতকাল(১৬ সেপ্টেম্বর) গাজীপুরের পৃথক স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৪টা থেকে গাজীপুর মহানগরীর মেট্রো থানার পাশে ঢাকা-ময়মনসিংহ রেল রুট এবং মহানগরীর তিতাস গ্যাস মাঝির খোলা এলাকায় ঢাকা-রাজশাহী রেল রুটে অবরোধ সৃষ্টি করা হয়। ফলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকাগামী অন্তত চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এ সময় গাজীপুর নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তিন দফা দাবির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে নগরের অন্যান্য সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

'কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট'-এর ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা এতে অংশ নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, 'কারিগরি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্রকে কুক্ষিগত করার ষড়যন্ত্র চলছে। ডিগ্রি প্রকৌশলীরা যে তিন দফা দাবি করেছে তা অযৌক্তিক এবং সিলেটের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার হরণের চেষ্টা।'
তারা সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত সমস্যার ক্ষেত্রে সুষ্ঠু ও যৌক্তিক নীতি গ্রহণের।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, ভবিষ্যতে এ ধরনের হুমকি ও অযৌক্তিক দাবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রকৌশল খাতের স্বার্থ রক্ষায় স্থায়ী ও কার্যকর সমাধানও নিশ্চিত করতে হবে। বিক্ষোভ চলাকালে তারা প্ল্যাকার্ড ও ব্যানারে এসব দাবি প্রকাশ করেন।
ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবি হলো—
১. সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগ কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের দিতে হবে। কোটাভিত্তিক বা অন্য নামে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না।
২. উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি গ্র্যাজুয়েটদের জন্য নিয়োগ পরীক্ষার সুযোগ রাখতে হবে।
৩. প্রকৌশলী পদবি ব্যবহারের ক্ষেত্রে আইন প্রণয়ন করতে হবে, যাতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে না পারে। পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্স দ্রুত আইইবি-বিএইটিইর স্বীকৃতির আওতায় আনতে হবে।