৫ হাজার ডিডাব্লিউটি’র বেশি ধারণক্ষমতার জাহাজ আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত সরকারের

৫ হাজার ডেড ওয়েট টন (ডিডাব্লিউটি) বা তার বেশি ধারণক্ষমতার জাহাজ আমদানিতে থাকা সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠকের পরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শফিকুল আলম বলেন, 'সমুদ্রগামী জাহাজ যাদের ন্যূনতম ধারণ ক্ষমতা ৫ হাজার ডিডাব্লিউটি বা ঊর্ধ্বে এমন জাহাজ আমদানিতে মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। উপদেষ্টা পরিষদ মনে করে এর ফলে বাংলাদেশের প্রাইভেট ও পাবলিক সেক্টর আরও বেশি করে সমুদ্রগামী জাহাজ কিনবে। এতে দেশের বৈদেশিক মুদ্রা আয় ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।'
কাতারের দোহাতে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে ওআইসির ডাকা ১৫ সেপ্টেম্বরের জরুরি সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন বলেও জানিয়েছেন প্রেস সচিব। এর আগে ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষার লক্ষ্যে নিউইয়র্কে যে সম্মেলন হয়েছে সেখানেও পররাষ্ট্র উপদেষ্টা অংশ নিয়েছিলেন।
উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, 'শ্রম সংস্কার কমিশনের দেওয়া ৮২টি প্রস্তাব আলোচনায় এসেছে। শ্রম আইন সংশোধন করা হলে অধিকাংশ প্রস্তাবই কার্যকর করা সম্ভব হবে। স্বাস্থ্য খাতেও নারীবিষয়ক সংস্কারের আপডেট উপস্থাপন করা হয়েছে। কিছু সুপারিশ রাজনৈতিক প্রকৃতির, যেখানে স্থানীয় সাংসদদের সম্পৃক্ততা রয়েছে। এ ধরনের সংস্কার নির্বাচনের পর রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে।'
স্থানীয় সরকার সংস্কার নিয়েও বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। প্রধান উপদেষ্টা স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ ও আরও ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
শফিকুল আলম বলেন, 'পুলিশের তদন্ত কার্যক্রমকে স্বাধীন ও নিরপেক্ষ করতে শিগগিরই একটি 'ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস' চালু করা হবে। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য একটি 'ইন্টার্নাল কমপ্লেইন কমিশন' গঠন করা হবে। এ বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করবেন।'
এছাড়া মেডিকেল কলেজে শিক্ষক সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনর্নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। যে-সব প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে, সেখানে তাদের কনসালট্যান্ট বা অন্যান্য ভূমিকায় যুক্ত করার প্রস্তাব এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বলে উল্লেখ করেছেন প্রেস সচিব।