দেশে ৫৪.৮% পরিবার এখন ইন্টারনেট ব্যবহার করে: বিবিএস জরিপ

২০২৪-২৫ অর্থবছরে দেশে খানা বা পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার বেড়ে ৫৪.৮ শতাংশ হয়েছে। ২০২৩ সালেও এই হার ছিল ৪৩.৬ শতাংশ। একই সময়ে মোবাইল ফোন ব্যবহারের হার বেড়ে হয়েছে ৯৮.৮ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৯৭.৯ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত 'আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৪-২৫'-এর চতুর্থ ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২০২৫) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি গতকাল বিবিএসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এ সময়ে স্মার্টফোন ব্যবহারের হার ৬৩.৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭২.৮ শতাংশে, যা একটি বড় বৃদ্ধি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া, টেলিভিশন ব্যবহার বেড়ে হয়েছে ৬৫.৬ শতাংশ (আগে ছিল ৬২.২ শতাংশ), কম্পিউটার ব্যবহার সামান্য বেড়ে হয়েছে ৯.২ শতাংশ (আগে ৮.৯ শতাংশ), আর রেডিও ব্যবহার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৫ শতাংশ (আগে ছিল ১৪.৯ শতাংশ)।
তবে খানা পর্যায়ে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বাড়লেও একই সময়ে বিদ্যুৎ ব্যবহারে সামান্য হ্রাস দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ৯৯.১ শতাংশ খানায় বিদ্যুৎ ছিল; তবে ২০২৪-২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৯৮.৫ শতাংশ।
ব্যক্তি পর্যায়ে তথ্য অনুযায়ী, ৫ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের মধ্যে ৮৮.২ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করে, যার মধ্যে ৬৪.৮ শতাংশের নিজস্ব মোবাইল রয়েছে। এছাড়া ৪৮.৬ শতাংশ ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করে এবং ৯ শতাংশ ব্যক্তি কম্পিউটার ব্যবহার করে বলে উঠে এসেছে প্রতিবেদনে।