দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞায় এমা ওয়াটসন

'হ্যারি পটার' সিনেমার তারকা এমা ওয়াটসন ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞা পেয়েছেন। গত বছরের ৩১ জুলাই অক্সফোর্ডে তিনি একটি ৩০ মাইল গতিসীমার রাস্তায় ৩৮ মাইল গতিতে গাড়ি চালান। তার ড্রাইভিং লাইসেন্সে আগেই ৯টি পয়েন্ট ছিল। খবর বিবিসি'র।
বুধবার (১৬ জুলাই) হাই উইকাম ম্যাজিস্ট্রেট আদালতে তাকে মোট ১,০৪৪ পাউন্ড জরিমানা করা হয়। শুনানিতে তিনি নিজে উপস্থিত ছিলেন না। তার আইনজীবী জানান, ওয়াটসন বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 'ক্রিয়েটিভ রাইটিং' বিষয়ে মাস্টার্স করছেন এবং তিনি জরিমানার টাকা দিতে সক্ষম।
ওয়াটসন ২০০১ সালে 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন' সিনেমার মাধ্যমে খ্যাতি পান। এরপর আটটি হ্যারি পটার সিনেমায় অভিনয় করেন। সর্বশেষ তাকে দেখা গেছে ২০১৯ সালের 'লিটল উইমেন' সিনেমায়। ২০২৩ সালে তিনি তার ভাইয়ের সঙ্গে একটি পরিবেশবান্ধব জিন ব্র্যান্ড চালু করেন।
এদিকে একই দিনে ও একই আদালতে আরেক 'হ্যারি পটার' অভিনেত্রী জোয়ি ওয়ানামেকারও গাড়ি চালিয়ে ধরা পড়েছেন। তিনি সিনেমায় ম্যাডাম হুচের চরিত্রে অভিনয় করেছিলেন। গত বছর ৭ আগস্ট বার্কশায়ারের নিউবেরিতে তিনি ৪০ মাইল গতিসীমার রাস্তায় ৪৬ মাইল গতিতে গাড়ি চালান।
৭৬ বছর বয়সী ওয়ানামেকারকেও ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১,০৪৪ পাউন্ড জরিমানা করা হয়েছে। তার আইনজীবী বলেন, তিনি কোনো 'বিশেষ সুবিধা' চান না এবং জরিমানা মেনে নিয়েছেন।
আদালতের বিচারক উভয়ের লাইসেন্সে আরও ৩টি পয়েন্ট যুক্ত করেন, ফলে তারা স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের জন্য গাড়ি চালাতে পারবেন না।
এদিকে এইচবিও বর্তমানে নতুন একটি 'হ্যারি পটার' টিভি সিরিজ নির্মাণ করছে, যা সম্পূর্ণ করতে এক দশক সময় লাগতে পারে।