খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

খুলনার খানজাহান আলী থানাধীন আফিল গেট রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম খান জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিলো। এ সময় একটি ট্রাক রেললাইনে উঠে গেলে সংঘর্ষ হয়। ঘটনার পর গেটম্যান ওহেদুল পালিয়ে যান।
খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস রেলক্রসিংয়ে ট্রাকটির ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সেটি লাইনের ওপর আটকে পড়ে। এরপর ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে থাকা অনেক যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় এক বৃদ্ধকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।