অনুষ্ঠিত হলো মুহম্মদ আলমগীর তৈমূরের ‘নজ্জুমি কিতাব’ বইয়ের প্রকাশনা উৎসব
গতকাল (১২ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে হয়ে গেল বিবলিওফাইল প্রকাশনী আয়োজিত 'নজ্জুমি কিতাব; বইয়ের প্রকাশনা উৎসব।
বইটির লেখক অধ্যাপক মুহম্মদ আলমগীর তৈমূর।
প্রকাশনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লেখক এস. এম. নিয়াজ মাওলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিবলিওফাইলের প্রকাশক মো. সাব্বির হোসেন, আজব প্রকাশের প্রকাশক জয় শাহরিয়ার, গীতিকবি সাকী আহমদ, লেখক ও অভিনেত্রী শানারেই দেবী শানু, লেখক তৌফির হাসান উর রাকিব, কবি মাহবুব জামিল পুলকসহ আরও অনেকে।
অতিপ্রাকৃত ঘরানার এ বইটি লেখা হয়েছে নেক্রোনমিকন নিয়ে।
কাহিনি সংক্ষেপ
আল আজিফ বা নেক্রোনমিকন কী?
এ কিতাব লিখতে গিয়ে আল হযরতকে হাজার বার বাজি ধরতে হয়েছে নিজের জীবনকেই। কেন? কুষ্টিয়ার এক হাইস্কুল মাস্টার দীনবন্ধু কীভাবে জড়িয়ে পড়ল এই কিতাবের সাথে?
কেন তার ব্যবসায়ী বন্ধুর সঙ্গী মতলব ধাড়ি তাকে আগেই সাবধান করে দিয়েছিল—ওটা যেন না খোলে সে, কারণ ওটা কোনো বই নয়, বরং মৃত্যুর চিঠি!
জানতে হলে পড়তে হবে: নেক্রোনমিকন নিয়ে বিশ্বসাহিত্যের অন্যতম ইনফো-ফিকশন—নজ্জুমি কিতাব।
