চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত; খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরের উথলিতে। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উথলি রেল স্টেশনের আদুরে উথলি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ জানান, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী তেলবাহী ট্রেনের পিছনের একটি বগি লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেনটির ৩২টি বগি রয়েছে। বগি লাইনচ্যুতের ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন নকশিকাঁথা কমিউটার ট্রেন এবং খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ট্রেনে থাকা যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেলবাহী ট্রেনের বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি চুয়াডাঙ্গার উদ্দেশে যাত্রা করেছে। লাইনচ্যুত ঘটনাস্থল থেকে উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। লাইনচ্যুত বগিটি সরিয়ে নিতে পারলেই খুলনার সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।