মব ভায়োলেন্স বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সুজনের

দেশে একের পর এক মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সেইসঙ্গে সংগঠনটি এ সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের কাছে দাবি জানিয়েছে।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।
সুজনের সভাপতি এম. হাফিজউদ্দিন খান মজুমদার ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সই করা বিবৃতিতে বলা হয়, 'আমরা নাগরিক সংগঠন সুজন- এর পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর সারাদেশে যে 'মব ভায়োলেন্স' শুরু হয়েছে, তা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।'
'গত ২২ জুন (রোববার) সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার উত্তরার বাসায় ঢুকে একদল লোক তাকে বাসা থেকে বের করে এনে নানাভাবে হেনস্তা করে পুলিশে সোপর্দ করে। এ ধরনের ঘটনা নিঃসন্দেহে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো ব্যক্তি যদি অভিযুক্তও হয় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা শুধু ফৌজদারি অপরাধই নয়, সংবিধানে ৩৫ (৫) অনুচ্ছেদ অনুযায়ী তা আইনের শাসনের পরিপন্থী।'
'কোনো নাগরিক যদি কোনো কারণে সংক্ষুব্ধ হন, এর প্রতিকারের জন্য তিনি আইনের আশ্রয় নিতে পারেন, কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নিতে পারেন না।'
'কেবল এ ঘটনাই নয়, একইদিনে লালমনিরহাটের গোশালা বাজারে একটি সেলুনে তুচ্ছ ঘটনার জেরে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু ধর্মাবলম্বী দুই নরসুন্দরকে (বাবা-ছেলে) লাঞ্ছিত করে পুলিশে সোপর্দ করা হয়। দুটি ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।'
'আমরা সুজন-এর পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় 'মব ভায়োলেন্স' ক্রমেই 'মব কালচার'-এ পরিণত হবে।'