ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া
দেশে এবার ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি চিকুণগুনিয়া রোগীও শণাক্ত হচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া দুটিই এডিস মশাবাহিত রোগ হলেও রোগ দুটির লক্ষণে কিছু পার্থক্য আছে। তাই রোগ দুটির লক্ষণ জেনে সঠিক চিকিৎসা নেয়া, চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন ও বিশ্রাম নেয়া জরুরি। অপ্রয়োজনে ব্যথা নাশক ওষুধ খেলে ঝুঁকি বাড়তে পারে। ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি বেশি থাকলেও চিকুনগুনিয়ায় ভেগান্তি বেশি৷ তাই রোগ দুটি প্রতিরোধে মশা নিধন ও সতর্কতা জরুরি বলে" জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুনে জানিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যাপক ডা: এফ. এম মোফাখখারুল ইসলাম।
