বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী

জুলাই-আগস্টে শহীদদের রক্তের ওপর থাকা অন্তর্বর্তী সরকারের কাছে শহীদদের তালিকা না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, আজ যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টাসহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলছেন—তাদের শহীদদের পরিবারের আরও বেশি খোঁজ-খবর নেওয়া উচিত।
তিনি প্রশ্ন তুলে বলেন, 'যারা এত এত কাজের ফিরিস্তি তুলে ধরছেন! শহীদদের রক্তের ওপর থাকা এই অন্তর্বর্তী সরকারের কাছে শহীদদের তালিকা নেই কেন? যাদের রক্তের উপর আজকের সরকার এবং আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি।'
বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্টে শহীদ ও আহতদের সবার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে উল্লেখ করেন তিনি।
আজ শুক্রবার দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে নিহত আরমান মোল্লার পরিবারে আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আজ আমরা যতটুকু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, এর জন্য যারা নিজের জীবন দিয়েছেন—তাদের মধ্যে অন্যতম শহীদ বীর আরমান মোল্লা। যে লোকটি জীবন দান করেছেন, দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সে পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক।
তিনি বলেন, আমরা আরমানের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারের পর গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি এই পরিবারের দায়িত্ব নেন এবং 'আমরা বিএনপি পরিবার' ও আমাদেরকে তিনি তার বাড়িতে পাঠিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম, সদস্য মাসুদ রানা লিটন, মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
গত বছরের ২১ জুলাই নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সামনে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আরমান।