নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। এতে নিজ দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছে দেশটি।
শুক্রবার (১৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।
এছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে চতুর্থ ধাপের সতর্কতা (ভ্রমণ নিষিদ্ধ) ঘোষণা করেছে দেশটি।
আপডেটে বলা হয়েছে, ২০২৪ সালের গ্রীষ্মে অন্তর্বর্তী সরকার গঠনের ফলে বাংলাদেশে নাগরিক অস্থিরতা ও সহিংস সংঘাত অনেক কমে এসেছে। তবে মাঝে মাঝে প্রতিবাদ-বিক্ষোভ সহিংস সংঘাতে রূপ নেয়। স্বল্প সময়ের নোটিশে পরিস্থিতি বদলে যেতে পারে। তাই বড় সমাবেশগুলো শান্তিপূর্ণ হলেও সেসব এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের স্মরণ করিয়ে দেয়া হয়েছে। কারণ এসব সভা-সমাবেশ সামান্য অথবা কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে।
ওই সতর্কতায় আরও বলা হয়েছে, মানুষের ভিড়ে পকেটমারের বিষয়ে সাবধান থাকতে হবে ভ্রমণকারীদের। আর বড় শহরগুলোতে, বিশেষত ঢাকায় ছিনতাই, চুরি, অবৈধ মাদক কারবারের মতো অপরাধ ঘটে থাকে। এছাড়া বাংলাদেশের বড় শহরগুলোতে বেশিরভাগ অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে আছে ছিনতাই, ডাকাতি, হামলা ও মাদক পাচারের মতো ঘটনা। তবে নিজেদের জাতীয়তার জন্য বিদেশিদের টার্গেট করার মতো কোনো লক্ষণ পাওয়া যায়নি। সময় ও স্থানের ওপর ভিত্তি করে মাঝে মাঝে এসব অপরাধ হয়।
আপডেটে বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলা ও অন্যান্য কর্মকাণ্ডসহ সন্ত্রাসী সহিংসতার ঝুঁকি আছে। এই ঝুঁকির পরিপ্রেক্ষিতে ঢাকায় কূটনৈতিক এলাকার বাইরে মার্কিন সরকারের কর্মচারীদের অপ্রয়োজনীয় চলাফেরায় নিষেধ করা হয়েছে। একই কারণে মার্কিন সরকারের কর্মকর্তা-কর্মচারীদের ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বিশেষ কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলা হয়েছে।
ওই সতর্কবার্তায় পার্বত্য চট্টগ্রাম সফরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় মাঝে মাঝেই সহিংসতা, অপরাধ, সন্ত্রাসী কার্যক্রম, অপহরণের ঘটনা ঘটে।