মুনাফা ৩৬ শতাংশ কমলেও ৪৪১ কোটি টাকা লভ্যাংশ দেবে লাফার্জ-হোলসিম

শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদক— লাফার্জ-হোলসিম বাংলাদেশ পিএলসি ২০২৪ সালের জন্য ৩৮ শতাংশ লভ্যাংশ দেবে শেয়ারহোল্ডারদের। এই সময়ে কোম্পানির নিট মুনাফা ৩৬ শতাংশ কমলেও ৪৪১ কোটি টাকার এই লভ্যাংশ দেওয়া হচ্ছে।
আজ বুধবার কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছে।
বহুজাতিক কোম্পানিটি পর্ষদ সভায় ২০২৪ সালের জন্য আরো ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করে। এর আগে গেল বছরের প্রথম ৯ মাসের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ১৯ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। এতে মোট লভ্যাংশ দাঁড়াচ্ছে ৩৮ শতাংশে।
তবে ২০২৪ সালের জন্য দেওয়া লভ্যাংশ আগের বছরের জন্য যা দেওয়া হয়— তার চেয়ে ২৪ শতাংশ কম, যখন কোম্পানিটি রেকর্ড অঙ্কের মুনাফা করেছিল।
প্রস্তাবিত লভ্যাংশের সুপারিশ ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী ৮ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে। লভ্যাংশ রেকর্ডের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।
দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং সামষ্টিক অর্থনীতির প্রতিকূল পরিবেশের কারণে গেল বছর তাদের জন্য কঠিন এক সময় ছিল বলে বিবৃতিতে জানিয়েছে লাফার্জ-হোলসিম। এসময় তাদের বিক্রি বা রাজস্ব ৩ শতাংশ কমে ২,৭৫৪.৩০ কোটি টাকায় নামে। আর মুনাফা আগের বছরের থেকে ৩৬ শতাংশ কমে ৩৮১.৯০ কোটি টাকা হয়েছে।
লাফার্জ-হোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী বলেন, "২০২৪ সাল ছিল বাংলাদেশের জন্য এক ঘটনাবহুল সময়, তবে প্রতিকূলতাগুলো সফলভাবে মোকাবিলা করেছে আমাদের কোম্পানি। সরাসরি রিটেইল ও নেট রিটেইল আউটলেটগুলোসহ— আমাদের উদ্ভাবনী ও অতুলনীয় বিক্রয় চ্যানেলগুলোর মাধ্যমে আমরা ব্যাপক অগ্রগতি করেছি।"
তিনি জানান, এখন তাদের মোট রাজস্বের ৮ শতাংশ বিশেষ পণ্য থেকে আসছে, অন্যদিকে সিমেন্ট ব্যবসায় ২৫ শতাংশ পরিচালন মুনাফার প্রবৃদ্ধি হয়েছে।