রমজানে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না: ধর্ম উপদেষ্টা

রমজান মাসে সয়াবিন তেলের কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি তদারকিও থাকবে বলে তিনি জানিয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশে রমজানে নিত্যপণ্যের দাম কমে, অথচ বাংলাদেশে সিন্ডিকেট করে তা বাড়ানো হয়। তবে নিম্ন আয়ের মানুষের জন্য বাজার স্থিতিশীল রাখতে সরকার কার্যকর ভূমিকা রাখছে।'
এ সময় রমজানে ভোগ্যপণ্যের দাম সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
সেমিনারে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি মো. মুশফিকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।
সেমিনারে বক্তারা হাওর এলাকার জীববৈচিত্র্য রক্ষায় ইমামদের ভূমিকা রাখার আহ্বান জানান।