কারাগার ব্যবস্থায় সংস্কার, আরও দুই জেলে ডগ স্কোয়াড মোতায়েন

কারাগার ব্যবস্থায় সংস্কার কাজের অংশ হিসেবে, অবৈধ মাদকের অনুপ্রবেশ ঠেকানো ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দেশের আরও দুটি জেলে ডগ স্কোয়াড মোতায়েন করেছে কারা কর্তৃপক্ষ।
প্রাথমিক পর্যায়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) ও কাশিমপুর কারা কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
আজ রোববার (১৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানিয়েছেন।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) এই দুই কারাগারে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।
সহকারী কারা মহাপরিদর্শক বলেন, কারাগারে আগত বন্দি, দর্শনার্থী ও গার্ডিং স্টাফদের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে, আরপি গেইটে ও মেইন ফটকে ডগ স্কোয়াডের প্রশিক্ষিত সারমেয়রা তল্লাশি কার্যক্রমে নিয়োজিত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য কারাগারে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সার্বিক কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হবে।
এদিকে বেশ কয়েকদিন আগে কারা অধিদপ্তরে মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ জিনিসপত্র কারাগারে প্রবেশ রোধে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি কার্যক্রম চালু করা হবে। ওই ঘোষণার প্রেক্ষিতে কারাগারে শুরু ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি কার্যক্রম হলো।