গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

গাজীপুরে একটি পোশাক কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর বিকেলে আগুন নেভাতে সক্ষম হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন তিস্তার গেইট এলাকার এমট্রানেট গ্রুপের ব্র্যাভো অ্যাপারেলস কারখানা ভবনের নিচ তলার ঝুটের গুদামে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অগ্নিকান্ডের এ ঘটনায় আমিন মিয়া (৩৫) নামে একজন আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ৬ ঘন্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে তারা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত আমিন মিয়া একজন গাড়ি চালক। তিনি নরসিংদীর রায়পুরা থানার শ্রীরামপুর রেলগেইট এলাকার শামসু মিয়ার ছেলে।