খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি, তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে: ব্যক্তিগত চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁকে এখনো চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে বলে জানিয়েছেন খালেদার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চার মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। জাহিদ হোসেন প্রথম আলোকে বলেছেন, এখনো তাঁকে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। সে জন্য খালেদা জিয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরতে আরও সময় লাগবে।
গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তাঁর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল।
জাহিদ হোসেন জানান, অস্ত্রোপচারের পর থেকেই বিএনপি চেয়ারপারসন নানান শারীরিক জটিলতা দেখা দেয়। এখন স্বাস্থ্যের জটিলতাগুলো কমে এলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। তাঁর স্বাস্থ্যের আরেকটু উন্নতি হলে দেশি-বিদেশি চিকিৎসকেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
চলতি বছরে অসুস্থতার কারণে বেশ কয়েকবার সিসিইউ'তে নেওয়া হয় খালেদা জিয়াকে। ৭৮ বছরের সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিস-সহ কিডনি, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানান সমস্যায় ভুগছেন।