আজ বিকেলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষার জন্য আজ (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বিকেল ৩টার দিকে তাকে গুলশানের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।
২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে তিনি একই হাসপাতালে ছয়বার চিকিৎসা নিয়েছেন।
২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হন।
এর পরের বছরের ১০ জুন বিএনপি চেয়ারপারসনের বাম ধমনীতে ৯৫% ব্লক ধরা পড়ে।
তার রক্তনালীতে আরও দুটি ব্লক ধরা পড়লেও, স্বাস্থ্যগত জটিলতার কারণে সেগুলো অপসারণ করা সম্ভব হয়নি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার। সেসময় তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পরে একই বছর আরেকটি দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
করোনা মহামারি চলাকালে ২০২০ সালের ২৫ মার্চ তাকে কারাগার থেকে সাময়িক মুক্তি দেয় সরকার।
তিনি তার গুলশানের বাড়িতে থাকবেন এবং দেশ ছেড়ে যাবেন না এই শর্তে একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়।