চট্টগ্রামের ফয়'স লেকে বেসক্যাম্পের উদ্বোধন

চট্টগ্রামের ফয়'স লেকে যাত্রা শুরু করেছে বেসক্যাম্প। পাহাড়, কৃত্রিম লেক সহ ফয়'স লেকের ৭টি পাহাড়জুড়ে প্রায় ১৭ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই বেসক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে রবিবার (২৯ জানুয়ারি)।
কনকর্ড-এর উদ্যোগে বেসক্যাম্প এডভেঞ্চারস লিমিডেট এবং ফয়'স লেক কনকর্ড মিলিতভাবে স্থাপন করেছে ফয়'স লেক বেসক্যাম্প।
২৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফয়'স লেক বেসক্যাম্পের উদ্বোধন করেন অতিথিরা।
এই বেসক্যাম্পে পর্যটকদের জন্য রয়েছে কায়াকিং, আর্চারি, ক্রাইম্বিং ওয়াল, উড কেবিন, ট্রি টপ অ্যাক্টিভিটি, অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি, টিম বিল্ডিং গেম, হিউম্যান ফুসবল।
ক্যাম্পে চমকপ্রদ হচ্ছে জিপ লাইন। আছে ওয়াটার জিপ লাইন, জায়েন্ট সুইং, স্মল সুইং, জায়ান্ট হ্যামক ইত্যাদি।
শিগগিরই যুক্ত হবে মাড ট্রেইল, পেইন্ট বল ইত্যাদি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। গ্রুপ ক্যাম্পিং, নাইট ট্রেইল, ট্রেজার হান্টের মতো রোমাঞ্চকর অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে।
সংবাদ সম্মেলনে বেসক্যাম্প অ্যাডভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান মাহবুব জামান বলেন, 'আমরা ট্যুরিজমে ভিন্নতা আনতে চাই। অ্যাক্টিভিটি দিতে চাই। ট্যুরিজমকে ছড়িয়ে দিতে চাই সারা দেশে। ফয়'স লেক বেসক্যাম্প নতুন দিগন্ত উন্মোচন করে দেবে। যুবক-কিশোরদের নতুন পথ দেখানো সম্ভব হবে। সমগ্র দেশকে নতুন আলো দিতে পারবে।'
কনকর্ড গ্রুপের এমডি শাহরিয়ার কামাল বলেন, 'পর্যটন সেবায় দেশের প্রথম থিমপার্ক করেছে কনকর্ড। ২০০৪ সালে ফয়'স লেকের যাত্রা শুরু। আজ যৌথভাবে বেসক্যাম্পের যাত্রা শুরু করতে যাচ্ছি। এটি থাইল্যান্ড-সিঙ্গাপুরের বেসক্যাম্পের চেয়ে কম হবে না।'
কনকর্ড গ্রুপের নির্বাহী পরিচালক অনুপ সরকার বলেন, 'ফয়'স লেকের দর্শকদের ভিন্নধর্মী বিনোদন দিতেই বেসক্যাম্প। বিনোদনে নতুন মাত্রা যোগ করতে এ আয়োজন। এখন পর্যটন শিল্পের মূল আকর্ষণ অ্যাডভেঞ্চার। এখানে রাত যাপনের তাঁবু আছে।'
বেসক্যাম্প অ্যাডভেঞ্চার লিমিটেডের এমডি তামজীব সিদ্দিক স্পন্দন বলেন, 'আমরা মনে করি প্রত্যেকের ভেতর অমিত শক্তি আছে। আমরা চাই মানুষ তাঁবুতে থাকবে। নাইট সাফারি করবে। মানুষ যখন নিজের শক্তি সম্পর্কে জানতে পারে, তখন পৃথিবী বদলে দিতে পারে।'
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চট্টগ্রামে আউটডোর একটিভিটিস এবং ভিন্ন ধাচের এই ক্যাম্পে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি বিভিন্ন এডভেঞ্চারমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে দর্শনার্থীরা। তাদেরকে এডভেঞ্চারের মাধ্যমে টিম বিল্ডিং আর লিডারশীপ কোয়ালিটি শিখাতে এবং আত্মবিশ্বাসী করে তুলতে এই উদ্যোগটি নেয়া হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পাশাপাশি কর্পোরেট মেম্বাররাও বিনোদন আর বাস্তবধর্মী শিক্ষার জন্য ঘুরতে যেতে পারবেন এখানে। দর্শনার্থীদের কথা বিবেচনা করে একসাথে সর্বোচ্চ ২০০ জনের জন্য বিভিন্ন কর্পোরেট প্যাকেজের ব্যবস্থা আছে।