ইকোসকের সদস্যপদ পেল বাংলাদেশ

জাতিসংঘের অংগসংগঠন ইকোনোমিক এন্ড সোশাল কাউন্সিল (ইকোসক) এর ২০২০-২০২২ মেয়াদের সম্মানজনক সদস্যপদ পেয়েছে বাংলাদেশ। ১৯১ টি ভোটের মধ্যে ১৮১ টি পেয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত হয় বাংলাদেশ।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, শুক্রবার (১৪ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদের হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই অঞ্চল থেকে নির্বাচিত অন্য দেশগুলো হলো : থাইল্যান্ড, দক্ষিন কোরিয়া এবং চীন।
জাতিসংঘের ৬ টি অংগ সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ইকোসক। বিশ্বের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বহুমাত্রিক সিদ্ধান্ত গ্রহনের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে আসছে এই সংগঠন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী এবং যুগোপযোগী নেতৃত্বে ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে বাংলাদেশ। ভিশন ২০২১ ও এজেন্ডা ২০৩০ অর্জনের পথে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩ তম সভাপতি মারিয়া ফারনান্দা এস্পিনোসা গারসেস এর তত্ত্বাবধানে গোপন ব্যালট পেপার ব্যবহারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
“ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ঠিক আগেই এই বিজয় আমাদের জন্য একটি অসাধারণ উপহার”, বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। শুক্রবার জাতিসংঘ ভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা বলেন তিনি।
গতবছর উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের গ্র্যাজুয়েশনের বিষয়ে মোমেন সাংবাদিকদের বলেন, “ইকোসকের এই সদস্যপদ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এবং ২০৩০ এর এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের জন্য সহায়ক হবে”।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুশাসনের প্রতিচ্ছবি এই বিজয়। গত কয়েক বছরে বাংলাদেশ সরকারের, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতিসংঘে যেসকল কূটনীতিক মিশন পরিচালিত হয়েছে , বিশেষ করে স্থায়ী মিশন - প্রত্যেকে এই নির্বাচনে বিজয়ের জন্য কাজ করেছে। আর তাই এই বিজয় দলগতভাবে আমাদের সবার”।
ইকোসকের এই সদস্যপদ আরও কার্যকরভাবে এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশর জন্য সহায়ক হবে। ইকোসকের অধীনে বিভিন্ন ফোরাম, কমিশন, কমিটি, নির্বাহী বোর্ড, UNESCAP এর মতো আঞ্চলিক ফোরাম গঠন করার মাধ্যমে এই এজেন্ডা বাস্তবায়নে কাজ করা যেতে পারে। এর ফলে উন্নয়নমূলক কর্মকান্ডে আমাদের চর্চাগুলোও পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নিতে পারব আমরা, এমনটাই মনে করেন মাসুদ আল মোমেন।
২০২০ এর জানুয়ারিতে ইকোসকের এই সদস্যপদ কার্যকর হবে।
২০১৮ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ২০২০-২১ মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।