খোলাবাজারে ডলারের দাম বেড়ে আবারো ১১২ টাকা

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ফের রেকর্ড ১১২ টাকায় পৌঁছেছে। রোববার সর্বোচ্চ ১১১ টাকায় কিনে এই দামে ডলার বিক্রি করেছে রাজধানীর অধিকাংশ মানি চেঞ্জারগুলো।
এর আগে গত ২৬ জুলাই ১১২ টাকায় পৌঁছেছিল কার্ব মার্কেটের ডলারের দাম। এর পরদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশন করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করায় কার্ব মার্কেটের ডলারের দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। এক পর্যায়ে তা নেমে আসে ১০৬ টাকায়।
গত বৃহষ্পতিবারও ১০৮ টাকায় ডলার বিক্রি করেছিল ব্যবসায়ীরা। তবে গত শনিবার দাম বেড়ে ১১০ টাকায় উঠে। রোববার সেটি আরো ২ টাকা বেড়ে যায়।
রাজধানীর বেশ কয়েকটি মানি চেঞ্জারের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এখন ডলারের চাহিদা আছে। তবে ইন্সপেকশন টিমের অভিযানের কারণে ক্রেতা-বিক্রেতারা সরাসরি লেনদেন করতে ভয় পাচ্ছেন। এজন্য খোলাবাজারে এখন অনেক ব্যবসায়ীরাই গোপনে ডলার কেনাবেচা করছেন।
এই অবস্থায় ডলারের বাজারে অস্থিরতা চলছে। দাম বেশি নিলেও বাংলাদেশ ব্যাংকের শাস্তির ভয়ে অনেক ব্যবসায়ী স্বীকার করতে চাইছেন না। তাদের মধ্যে অন্তত দুইজন ক্যাশ ডলার ১০৯ টাকায় কিনে ১১০ টাকায় বিক্রি করেছেন বলে দাবি করেছেন।
এ ব্যবসায়ীরা এই দামে ডলার কিনতে আগ্রহী হলেও বিক্রি করার মতো ডলার তাদের হাতে নেই বলেও উল্লেখ করেছেন।
এদিকে, রোববার ব্যাংকগুলো এলসি সেটেলমেন্ট করেছে সর্বোচ্চ ১০৯ টাকায়। গত বৃহষ্পতিবার তারা রেকর্ড ১১০ টাকায় এলসি সেটেলমেন্ট করেন।