'মাতৃভূমির প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেব'—ট্রাম্পের হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো
যুক্তরাষ্ট্র তার এবং তার সরকারের বিরুদ্ধে হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন যে, প্রয়োজনে তিনি তার দেশের জন্য 'হাতে অস্ত্র তুলে নেবেন'।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক বামপন্থী যোদ্ধা পেত্রো বলেন, গত সপ্তাহান্তে ভেনেজুয়েলায় চালানো অভিযানের মতো কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সহিংস হস্তক্ষেপ হলে তার কঠোর জবাব দেওয়া হবে।
পেত্রো বলেন, 'আমি শপথ নিয়েছিলাম আর কখনও অস্ত্র স্পর্শ করব না। কিন্তু জন্মভূমির প্রয়োজনে আমি আবারও অস্ত্র হাতে তুলে নেব।'
মাদক পাচার দমনের নামে কলোম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কড়া সমালোচক হিসেবে উঠে এসেছেন পেত্রো।
দুই নেতা এর আগেও একে অপরকে ঘিরে তীব্র অপমানজনক বাক্যবিনিময় করেছেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের হুমকি আরও বেশি শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে।
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনাকে আন্তর্জাতিক আইনের পণ্ডিতরা অবৈধ বলে মনে করছেন। তবে এ ঘটনার পর গত সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পেত্রোর উচিত 'নিজের পিঠ বাঁচিয়ে চলা' (সতর্ক থাকা)। রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, পেত্রোর সরকারের বিরুদ্ধেও একই ধরণের অভিযান চালানো 'আমার কাছে ভালোই মনে হচ্ছে'।
ট্রাম্প বলেন, 'কলম্বিয়াও খুব অসুস্থ, যা একজন অসুস্থ মানুষের মাধ্যমে পরিচালিত হচ্ছে; যে কোকেন তৈরি করতে এবং তা মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। সে খুব বেশিদিন আর এটি করতে পারবে না।'
কলোম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের মন্তব্যকে 'দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনৈতিক হস্তক্ষেপ, যা আন্তর্জাতিক আইনের নিয়মের বিরুদ্ধে' হিসেবে নিন্দা জানিয়েছে।
ট্রাম্প পেত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহায়তা করার অভিযোগ এনেছেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই এবং পেত্রো তা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। পেত্রো বলেন, তার সরকার মাদক উৎপাদন মোকাবিলায় কাজ করে যাচ্ছে এবং একই সাথে তিনি মাদকবিরোধী যুদ্ধের ক্ষেত্রে প্রচলিত সামরিক দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে বিকল্প পদক্ষেপ গ্রহণ করছেন।
পেত্রো বলেন, 'আমার জনগণের ওপর আমার অগাধ আস্থা রয়েছে। আর সেই কারণেই আমি জনগণকে বলেছি, যেন তারা তাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে হওয়া যেকোনো অবৈধ সহিংস কর্মকাণ্ড থেকে তাকে রক্ষা করে।'
