ব্রুকলিন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে মাদুরোকে
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বর্তমানে নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো আজ রোববার এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
ব্রুকলিনের এই ডিটেনশন সেন্টারটি বিশ্বের অনেক আলোচিত ও হাই-প্রোফাইল বন্দীদের আবাসস্থল হিসেবে পরিচিত। বর্তমানে সেখানে ব্রিটিশ সমাজকর্মী গিশলেইন ম্যাক্সওয়েল এবং মার্কিন সংগীত জগতের বিতর্কিত তারকা পি ডিডির মতো ব্যক্তিত্বরা বন্দী রয়েছেন। এখন থেকে নিকোলাস মাদুরোও এই কারাগারের বাসিন্দা হলেন।
গত শনিবার ভোরে ভেনিজুয়েলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নেয়া হয় মাদুরোকে। সেখান থেকে তাকে সরাসরি নিউ ইয়র্কে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা বা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে। এর আগে ডিইএ কার্যালয় থেকে প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ব্রুকলিনের কারাগারে পাঠানো হয়।
ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এ নিয়ে ভেনেজুয়েলার ওপর নানারকম চাপ প্রয়োগের পর মার্কিন এই অভিযানের ঘটনা ঘটল। তবে মাদুরো বরাবরই নিজেকে কোনো মাদক কার্টেলের নেতা হওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন।
খুব শীঘ্রই নিউ ইয়র্কের একজন বিচারকের সামনে মাদুরো এবং তার স্ত্রীকে হাজির করা হবে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের আনুষ্ঠানিক শুনানির সঠিক তারিখ এখনও জানানো হয়নি।
এদিকে, 'ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো,' বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বর্তমানে যারা রয়েছে, তাদের সরিয়ে দিয়ে ভেনেজুয়েলা পরিচালনা করার জন্য লোকজন মনোনীত করার কাজ চলছে বলেও জানান তিনি।
'প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা,' যোগ করেন ট্রাম্প।
