মেক্সিকোয় মেয়রকে জনসমক্ষে গুলি করে হত্যা; জেন-জি’র সহিংসতাবিরোধী বিক্ষোভে আহত শতাধিক, গ্রেপ্তার ৪০
চলতি মাসের শুরুতে এক মেয়রের প্রকাশ্য হত্যাকাণ্ডের জেরে মেক্সিকোজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক সহিংসতাবিরোধী বিক্ষোভ। 'জেনারেশন জেড' ব্যানারে গেল শনিবার হাজার হাজার তরুণ-তরুণী এই বিক্ষোভে অংশ নেয়।
গত ১ নভেম্বর উরুয়াপানের মেয়র কার্লোস মানজোকে 'ডে অফ দ্য ডেড' অনুষ্ঠানে জনসমক্ষে গুলি করে হত্যা করা হয়।
রাজধানী মেক্সিকো সিটিতে বিক্ষোভের একপর্যায়ে একদল মুখোশধারী বিক্ষোভকারী ন্যাশনাল প্যালেসের চারপাশের বেড়া ভেঙে দেয়। এই প্রাসাদেই প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম থাকেন। এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
মেক্সিকো সিটি পাবলিক সেফটি সেক্রেটারি পাবলো ভাস্কেজ এক সংবাদ সম্মেলনে জানান, সংঘর্ষে অন্তত ১০০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি আরও জানান, ২০ জন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মেক্সিকোর বিভিন্ন শহরে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মেক্সিকো সিটির কিছু বিক্ষোভকারী প্রেসিডেন্ট শেইনবাউমের ক্ষমতাসীন দল 'মোরেণা'র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে 'মোরেণা, দূর হও' বলে স্লোগান দেয়।
অপরাধ ও সহিংসতা বন্ধে সরকারের আরও জোরালো পদক্ষেপের দাবি জানিয়ে 'কার্লোস মারা যাননি, সরকার তাকে হত্যা করেছে' বলে স্লোগান তোলেন তারা।
'জেনারেশন জেড মেক্সিকো' নামে একটি গোষ্ঠী এই বিক্ষোভের ডাক দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তাদের 'ম্যানিফেস্টো'-তে বলা হয়েছে, তারা কোনো বিশেষ রাজনৈতিক দলের অংশ নয়। বরং সহিংসতা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে বিরক্ত মেক্সিকোর তরুণ সমাজের প্রতিনিধিত্ব করছে এই গোষ্ঠী।
প্রসঙ্গত, 'জেনারেশন জেড' বলতে মিলেনিয়ালদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারীদের বোঝায়। বিশ্বজুড়ে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের দাবিতে আন্দোলনকারী অনেক তরুণ গোষ্ঠীই নিজেদের 'জেনারেশন জেড' বা জেন-জি হিসেবে পরিচয় দিচ্ছে।
এদিকে, প্রেসিডেন্ট শেইনবাউমের সরকার অবশ্য শনিবারের এই বিক্ষোভের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, বিক্ষোভগুলো মূলত ডানপন্থী রাজনৈতিক বিরোধীদের দ্বারা আয়োজিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে 'বট' অ্যাকাউন্টের মাধ্যমে এর প্রচার চালানো হয়েছে।
