এনভিডিয়ার সর্বাধুনিক এআই চিপ শুধু যুক্তরাষ্ট্রের জন্য, চীন বা অন্য কাউকে দেয়া হবে না: ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি সর্বাধুনিক চিপগুলো এখন থেকে শুধু মার্কিন কোম্পানিগুলোর জন্যই সংরক্ষিত থাকবে। চীন বা অন্য কোনো দেশকে এই চিপ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার সিবিএস টেলিভিশনের 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে প্রচারিত একটি সাক্ষাৎকারে এবং এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, বাজার মূলধনের হিসাবে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়ার অত্যাধুনিক 'ব্ল্যাকওয়েল' চিপ ব্যবহারের সুযোগ কেবল যুক্তরাষ্ট্রের গ্রাহকদেরই পাওয়া উচিত।
সিবিএসকে তিনি বলেন, 'সবচেয়ে উন্নত চিপগুলো আমরা যুক্তরাষ্ট্র ছাড়া আর কাউকে দেব না।' এর আগে ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানেও তিনি একই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ব্ল্যাকওয়েল চিপ অন্য কাউকে দেয় না বলে সেখানেও জানান তিনি।
ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, মার্কিন কর্মকর্তারা আগে যা জানিয়েছিলেন, তার চেয়েও কঠোর নীতি আরোপ হতে পারে। এর ফলে চীন এবং সম্ভবত বিশ্বের বাকি দেশগুলোও যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি থেকে বঞ্চিত হবে।
এই অবস্থান গত জুলাইয়ে ট্রাম্প প্রশাসনের ঘোষিত নীতির সঙ্গে কিছুটা সাংঘর্ষিক। ওই সময় প্রকাশিত এক এআই ব্লুপ্রিন্টে মিত্র দেশগুলোতে এআই রপ্তানি বাড়ানোর কথা বলা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল এই প্রযুক্তিতে চীনের চেয়ে এগিয়ে থাকা।
এমনকি গত শুক্রবারই এনভিডিয়া ঘোষণা করেছিল যে, তারা দক্ষিণ কোরিয়া এবং দেশটির শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসকে ২ লাখ ৬০ হাজারেরও বেশি চিপ সরবরাহ করবে।
গত আগস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ব্ল্যাকওয়েল চিপের একটি তুলনামূলক কম শক্তিশালী সংস্করণ চীনে বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তবে 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে বলেন, ব্ল্যাকওয়েল চিপের সবচেয়ে উন্নত সংস্করণ চীনা কোম্পানিগুলোর কাছে বিক্রি করতে দেওয়া হবে না। তবে কম ক্ষমতাসম্পন্ন সংস্করণ পাওয়ার একটি পথ খোলা থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। তিনি বলেন, 'আমরা তাদের এনভিডিয়ার সঙ্গে ব্যবসা করতে দেব, কিন্তু সবচেয়ে উন্নত প্রযুক্তির ক্ষেত্রে নয়।'
ব্ল্যাকওয়েল চিপের কোনো সংস্করণ চীনা সংস্থাগুলোর কাছে বিক্রি করার সম্ভাবনার বিষয়টি ওয়াশিংটনে চীনবিরোধী হিসেবে পরিচিত রাজনীতিবিদদের সমালোচনার মুখে পড়েছে। তাদের আশঙ্কা, এই প্রযুক্তি চীনের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং দেশটির এআই গবেষণা আরও দ্রুততর করবে।
চীনের বিষয়ে হাউস সিলেক্ট কমিটির চেয়ারম্যান, রিপাবলিকান কংগ্রেসম্যান জন মুলেনার বলেন, এমন কোনো পদক্ষেপ 'ইরানকে অস্ত্র-মানের ইউরেনিয়াম দেওয়ার সমতুল্য হবে।'
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তর জানিয়েছে, দেশের বিজ্ঞান গবেষণাকে এগিয়ে নিতে তারা এনভিডিয়ার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে সাতটি নতুন এআই সুপারকম্পিউটার তৈরি করছে।
গত সপ্তাহে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানান, বেইজিংয়ের মনোভাবের কারণে তারা চীনা বাজারের জন্য মার্কিন রপ্তানি লাইসেন্সের আবেদন করেনি।
একটি ডেভেলপার ইভেন্টে তিনি বলেন, 'তারা (চীন) এটা স্পষ্ট করে দিয়েছে যে, তারা এই মুহূর্তে এনভিডিয়াকে সেখানে চায় না।' তবে তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্রে গবেষণা ও উন্নয়নে অর্থায়নের জন্য চীনের বাজারে প্রবেশাধিকার তাদের জন্য জরুরি।
