‘সারা দেশে বাঙালিদের অধিকার আছে’: ভারতে অন্য রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে অমর্ত্য সেন

ভারতে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের ঘটনায় এবার প্রতিবাদ জানালেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
তিনি বলেন, 'সারা দেশের উপরই বাঙালিদের অধিকার রয়েছে।' বাংলাদেশি সন্দেহে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে এ কথা বলেন তিনি।
বাংলা ও বাঙালির উপর একাধিক অত্যাচারের ঘটনা সম্প্রতি সামনে এসেছে। দিল্লি, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে নিগৃহীত হয়েছেন বাঙালি কর্মজীবীরা।
বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভাষা আন্দোলন নামে শুরু করেছেন প্রতিবাদ কর্মসূচি। এবার বাংলা ও বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানালেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
অমর্ত্য সেন বলেন, 'বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা করা হয়, তাহলে এটি যথেষ্ট আপত্তিকর। এসব অবশ্যই বন্ধ করতে হবে। যারা ভারতীয় তাদের ভারতবর্ষের উপর সম্পূর্ণ অধিকার আছে। শুধু একটা অঞ্চলের উপর নয়। প্রাচীন শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল সেই ভাষার মূল্য স্বীকার করতেই হবে। তার মাধ্যমে নানা কাব্য লেখা হল। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম-সহ মনীষীদের সৃষ্টিকর্ম – এগুলোর মূল্য দিতেই হবে।'
বাংলা ভাষা যে যথাযথ মূল্য পায় না উল্লেখ করে তিনি বলেন, ভাষার প্রতি অবহেলাও একটি কারণ বাংলাভাষী ও বাঙালিকে এভাবে অপমান ও হেনস্থা করার।
তিনি আরও বলেন, 'ভাষা হিসেবে বাংলার যে মূল্য পাওয়া উচিত, সেই মূল্য পায় না। ভাষার উপর বড় রকম অবহেলা হলে, সেটা বন্ধ করা দরকার।'
বৃহস্পতিবার দেশে ফিরেছেন অমর্ত্য সেন। বোলপুরের বাড়িতে তিনি ও তার মেয়ে নন্দনা দেবসেনকে এই দিন স্বাগত জানান বোলপুর মহকুমাশাসক অয়ন নাথ ও বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল।
এই দিন বাঙালিদের ওপর অত্যাচারের বিষয়ে অমর্ত্য সেনকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
ভারতে যুক্তরাষ্ট্রীয় নির্বাচন কাঠামোর কথা মনে করিয়ে দেন তিনি। তিনি বলেন, 'ভারত যুক্তরাষ্ট্রীয় রীতিতে চলে। এখানে যে কেউ যেকোনো জায়গায় হেনস্তা হলে এটা আপত্তিকর। বাঙালি হোক বা পাঞ্জাবি হোক বা মাড়োয়ারি, প্রথম কথা, সব মানুষকে সম্মান দেওয়ার উচিত। স্বদেশি মানুষের যে অধিকার আছে, তা স্বীকার করতেই হবে। গোটা দেশের উপরেই বাঙালিদের অধিকার আছে।'