বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মোদির শোক, সহযোগিতা দিতে প্রস্তুত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ঢাকার গতকালের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার তরুণ শিক্ষার্থীসহ বহু মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি এক্স-এ (পূর্বে টুইটার) গতকাল এক পোস্টে লেখেন, 'ঢাকার একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা বহু মানুষের, যাদের অনেকেই তরুণ শিক্ষার্থী, প্রাণহানিতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।'
দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোদি বলেন, 'বাংলাদেশের পাশে আছে ভারত এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।'
গতকাল ঢাকার ভারতীয় হাইকমিশন প্রধানমন্ত্রী মোদির বার্তাটি গণমাধ্যমে পাঠিয়েছে।