হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত, দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার (২৮ মে) দাবি করেছেন, গাজার হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন এই গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং নিহত ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই।
চলমান গাজা যুদ্ধে ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর গত বছর মোহাম্মদ সিনওয়ার হামাসের শীর্ষ নেতা হন।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনোয়ার। ওই হামলার পরই গাজায় বর্তমান যুদ্ধ শুরু হয়। পরে ইরানে ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়া নিহত হলে ইয়াহিয়া সিনওয়ার হামাসের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।