ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর রাফাল জেট নির্মাতা দাসোঁর শেয়ারে ৭ শতাংশ পতন

রাফাল যুদ্ধবিমানের নির্মাতা ফরাসি কোম্পানি দাসোঁ এভিয়েশনের শেয়ারদাম সোমবার (১২ মে) ইউরোপীয় শেয়ারবাজারে ৭ শতাংশের বেশি কমে গেছে। প্যারিস স্টক এক্সচেঞ্জে দিনের মধ্যে একপর্যায়ে কোম্পানিটির শেয়ারের দাম নেমে আসে ২৯২ ইউরোতে। ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
ভারত-পাকিস্তান সংঘাত চলাকালে, পাকিস্তান চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান দিয়ে তিনটি রাফালসহ পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করে। এরপর দাসোঁ এভিয়েশনের শেয়ারদামে অস্থিরতা শুরু হয়। গত পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার ১০ শতাংশের বেশি কমেছে।
যদিও দীর্ঘমেয়াদে এটি একাধিকগুণ মুনাফা দিয়েছে—গত পাঁচ বছরে শেয়ারটির দাম বেড়েছে ৩৪৭ শতাংশের বেশি। আর গত বছর ৬ দশমিক ২৪ বিলিয়ন ইউরো বিক্রি ও ৯২৪ মিলিয়ন ইউরো নিট মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। একই সময়ে ফরাসি এয়ারোস্পেস ও প্রতিরক্ষা খাতের প্রবৃদ্ধি ছিল ১৭ দশমিক ৭ শতাংশ।
লক্ষ্মীশ্রী ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ-এর গবেষণা প্রধান অঞ্জুল জৈনের ভাষ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান ইস্যুকে ঘিরে চলমান অস্থিরতায় দাসোঁ এভিয়েশনের শেয়ার নিম্নমুখী ধারা দেখাচ্ছে।
তিনি বলেন, দাসোঁ এভিয়েশনের শেয়ারদাম ২৯২–২৯১ ইউরোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনে অবস্থান করছে। এর নিচে নেমে গেলে শেয়ারদাম দ্রুত ২৬০ ইউরো পর্যন্ত পড়ে যেতে পারে।
তিনি বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, 'এই মুহূর্তে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি বেড়েছে। আর যারা নতুন করে বিক্রির (শর্ট পজিশন) পরিকল্পনা করছেন, তাদের উচিত শেয়ারদামে স্পষ্ট পতনের ইঙ্গিত পাওয়ার আগে কোনও সিদ্ধান্ত না নেওয়া। কারণ বাজারে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে। এ সময় আত্মরক্ষামূলক অবস্থান নেওয়া ও ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ।'